শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে গরু বোঝাই ভটভটি উল্টে আমিনুল ইসলাম (৪০) নামে এক গরুর পাইকার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আবু সেমা নামে আরও একজন।
মঙ্গলবার (৯মার্চ) সকাল ১১টার দিকে নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি ঝিনাইগাতি উপজেলার ভালুকা গ্রামে।
আমিনুল ইসলাম নালিতাবাড়ী এলাকায় কৃষকের কাছ থেকে গরু কিনে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে করে ঝিনাইগাতীর দিকে যাচ্ছিলেন। পথে ভটভটিটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহাম্মেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গরু বোঝাই ভটভটির এক্সেল ভেঙে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে একজন মারা গেছেন। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনিসংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
আরএ