নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার খিজির হায়াত খানের ওপর হামলার প্রতিবাদ এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার (০৯ মার্চ) দুপুরে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে নোয়াখালী জেলা ও সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হক মিলন, বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান, মিজানুর রহমান, আবুল কাশেম জিএস, আর্মি মো. জামাল উদ্দিন, টাউন হলের সাধারণ সম্পাদক নাজমুল শাকিব পারভেজ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল নোয়াখালীর সভাপতি জাকির হোসেন বাবর প্রমুখ।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধারা খিজির হায়াত খানের ওপর হামলার ঘটনায় কাদের মির্জাকে দায়ী করে অবিলম্বে তাকে খিজির হায়াত খাঁনের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং কাদের মির্জাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান।
অপরদিকে কাদের মির্জাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এ দাবি জানান মুক্তিযোদ্ধারা।
এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জহিরুল হায়দার, বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সার্জেন, আবদুল হক, এরফানুল হক কমান্ডার, মফিজল হক আর্মি, হাবিলদার নুর নবী, মাস্টার আবদুল গোরফান, আবুল বাশার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
আরএ