ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মেট্রোরেল প্রকল্পে ৩৪৩ জন করোনায় আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
মেট্রোরেল প্রকল্পে ৩৪৩ জন করোনায় আক্রান্ত

ঢাকা: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্পে কর্মরত ছয় জন বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত প্রকল্পে কর্মরত ৩৪৩ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (০৯ মার্চ) প্রকল্পের সবশেষ অগ্রগতি প্রকাশ করে।

ডিএমটিসিএল জানায়, বাস্তবায়নাধীন প্রকল্পসমূহে কর্মরত দেশি জনবলকে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ থেকে বিদেশি জনবলকে ভ্যাকসিন দিতে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।