ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নারীদের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন শিক্ষা প্রকল্প 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
নারীদের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন শিক্ষা প্রকল্প 

ঢাকা: বাংলাদেশে নারীদের শিক্ষার জন্য ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস নতুন প্রকল্প গ্রহণ করেছে।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার দূতাবাসের অর্থায়নে গৃহীত এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

মঙ্গলবার (৯ মার্চ) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানায়।

'স্ট্রেংদেনিং ইউএস-বাংলাদেশ সাসটেইনেবল রিলেশনশিপ বাই ডেভেলপিং স্টুডেন্ট-সেন্টারড স্টেম এডুকেশন’ শীর্ষক এ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে ঢাকার ব্র্যাক ইনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞানী, স্টেম শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত মিলার অনুষ্ঠানে দেওয়া তার বক্তৃতায় বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদানের স্বীকৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত-স্টেম বিষয়ে নারী ও মেয়েদের শিক্ষা-গ্রহণ ও কর্মজীবন গড়ে তুলতে তাদের উৎসাহিত, অনুপ্রাণিত ও সহযোগিতা করার গুরুত্ব তুলে ধরেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশনের অর্থায়নে পরিচালিত দুই-বছরব্যাপী এই প্রকল্পের মাধ্যমে স্টেম বিষয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে দেশব্যাপী স্টেম প্রতিযোগিতা আয়োজন এবং স্টেম প্রশিক্ষক/শিক্ষকদের প্রশিক্ষক-প্রশিক্ষণ।

এছাড়াও জব ফেয়ার ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে তরুণীদের (১৮-২৫ বছর) প্রযুক্তি খাতে সফল পেশাগত জীবন গড়ে তোলার লক্ষ্যে পরামর্শ দেওয়া হবে। আশা করা হচ্ছে দেশব্যাপী স্টেম প্রতিযোগিতার আয়োজন বাংলাদেশের তরুণী ও মেয়েদের, বিশেষ করে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর নারীদের স্টেম ক্ষেত্রে অংশগ্রহণে আগ্রহী করে তুলবে।

এই প্রকল্পের মাধ্যমে দেশের আটটি বিভাগের ৮০০ এরও বেশি নারী স্টেম প্রশিক্ষক প্রশিক্ষণ পাবেন। এর মধ্যে দিয়ে স্থানীয় নারী, মেয়ে ও সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের আরো ভালো ও কার্যকরভাবে স্টেম সম্পর্কে জানাতে এবং এই বিষয়ে শিক্ষা ও কর্মজীবন গড়ে তুলতে প্রয়োজনীয় পরামর্শ দিতে দক্ষ করে তুলবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।