ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বনানীতে জাল নোটসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
বনানীতে জাল নোটসহ আটক ২

ঢাকা: রাজধানীর বনানীতে ৩০ হাজার টাকার জাল নোটসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। আটকরা হলেন—আবুল বাশার ওরফে নিরব (৪৩) ও আব্দুল করিম (৪০)।

মঙ্গলবার (৯ মার্চ) বিকালে র‌্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক এ তথ্য জানান।

বাংলানিউজকে তিনি বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত ১১টার দিকে রাজধানীর বনানী থানা এলাকায় র‌্যাব-৩-এর একটি দল অভিযান চালায়। অভিযানে জালমুদ্রা কারবারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০টি বাংলাদেশি এক হাজার টাকার জাল নোট, ১টি মোবাইল ফোন এবং ৪টি সিম কার্ড জব্দ করা হয়।

ফারজানা হক আরও জানান, আটকরা সংঘবদ্ধ জালমুদ্রা কারবারী চক্রসহ চোরাকারবারী এবং প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত প্রবাস থেকে আসা বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে মুদ্রা ভাঙানোর নাম করে বিভিন্ন কৌশলে প্রতারণা করে আসছিলেন। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।