ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
আটকরা হলেন-মো. রবিন (২৪) ও সুমন মুন্সি (৩০)।
মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে র্যাব-২ এর একটি দল রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ রোডের মক্কা-মদিনা মার্কেটের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। অভিযানে একটি বস্তায় কালো পলিথিনে মোড়ানো ২০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। যার মূল্য প্রায় তিন লাখ টাকা। এছাড়া দু’টি মোবাইল ও একটি পিকআপভ্যান জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটকরা পরস্পর যোগসাজসে দীর্ঘ দিন ধরে সুকৌশলে রাজধানীর বিভিন্ন স্থানে গাঁজা বিক্রয় করে আসছিল। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
এমএমআই/ওএইচ/