ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাঘারপাড়ায় ধর্ষণের ঘটনায় মূল আসামিসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
বাঘারপাড়ায় ধর্ষণের ঘটনায় মূল আসামিসহ গ্রেফতার ৩ মূল আসামি রিয়াজ

যশোর: যশোরের বাঘারপাড়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় মূল আসামি রিয়াজসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ মার্চ) বিকেলে আসামিদের আদালতে পাঠানো হয়।

এর আগে সোমবার (৮ মার্চ) রাতে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বাঘারপাড়া থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে আসামিদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন- বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর গ্রামের ইসলাম সরদারের ছেলে রিয়াজ (২৭), হাবুল্যা গ্রামের আবু হোসেনের ছেলে শাকিল আহমেদ (১৮) ও যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিলন হোসেন (৩০)।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বাংলানিউজকে বলেন, ধর্ষণ মামলার মূল আসামি রিয়াজকে তার নিজ গ্রাম থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে দুই সহযোগী শাকিল ও মিলনকে আটক করা হয়।

ওসি আরও জানান, মামলার মূল আসামি রিয়াজ সরদার নিজের নাম পরিচয় গোপন রেখে ‘শুভ’ নাম ব্যবহার করে ওই স্কুল ছাত্রীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। নাম বিভ্রান্তির কারণে আসামিকে ধরতে কিছুটা সমস্যায় পড়তে হয়। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে আসামিদের আদালতে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, বাঘারপাড়ার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর গ্রামের ইসলাম সরদারের ছেলে রিয়াজ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে সদর উপজেলার এক স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেখান থেকে দু’জনের মধ্যে সংখ্যতা গড়ে ওঠে। সেই সূত্র ধরে গত ৭ মার্চ সন্ধ্যায় ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে উপজেলার হাবুল্যা এলাকায় একটি বাঁশ বাগানের ভেতরে নিয়ে তাকে ধর্ষণ করেন রিয়াজ।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
ইউজি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।