নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে বসার দাবিতে আবারো আন্দোলন করা হকারদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দিয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল বের করায় লাঠিচার্জ করে পুলিশ।
পরে অতিরিক্ত পুলিশ এসে ধাওয়া দিয়ে সড়ক থেকে হকারদের সরিয়ে দেয়। পুলিশ এ ঘটনায় হকারদের নেতা আসাদুজ্জামান আসাদকে আটক করেছে।
জানা যায়, হকারদের ফুটপাতে বসার দাবিতে গত কয়েকদনি ধরেই বিক্ষোভ করে আসছে হকারদের একটি অংশ। মঙ্গলবার (৯ মার্চ) বিকেল ৫টায় শহরে আবারো বিক্ষোভ করে। মিছিলটি চাষাঢ়া গোল চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। ওই সময়ে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল এগোতে চাইলে পুলিশ মৃদু লাঠিচার্জ করে ও হকার নেতা আসাদকে আটক করে।
এ ঘটনার জের ধরে হকাররা বঙ্গবন্ধু সড়কে মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের সামনে যান চলাচল বন্ধ করে দেয়। তারা সড়কের মধ্যে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। হকাররা কাপড় ঝুট ও চৌকি ফেলে সেখানে আগুন ধরিয়ে দেয়।
তখন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামানের নেতৃত্বে পুলিশ অ্যাকশনে যাওয়ার চেষ্টা করলে হকারদের আরেকটি গ্রুপ সুগন্ধা রেস্টুরেন্টের সামনে গিয়ে সড়কে হকারদের ব্যবহৃত কাগজ সারিবদ্ধভাবে রেখে আগুন ধরিয়ে দেয়। এতে বঙ্গবন্ধু সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সেখানে গেলে হকাররা সরে যায়। প্রায় এক ঘণ্টা পর বঙ্গবন্ধু সড়কে যান চলাচল শুরু হয়।
পরে হকারদের আরেকটি গ্রুপ নবাব সলিমুল্লাহ সড়কে হকার্স মার্কেটের সামনেও সড়ক বন্ধ করে বিক্ষোভ দেখায়। সেখানেও পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।
এরপর রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে সেখানেই বিক্ষোভ করে হকাররা।
এ ব্যাপারে ওসি শাহ জামান বলেন, হকারদের একটি গ্রুপ মিছিল বের করে জনস্বার্থে ব্যাঘাত ঘটায়। তখন পুলিশ তাদের বাধা দেয়। একজনকে আটক করে। হকাররা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
এর আগে ৭ মার্চ বিকেলে শহরের চাষাঢ়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ২ নম্বর রেলগেট হয়ে গলাচিপা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন। সেদিনও হকাররা শহরে বিক্ষোভ দেখায়।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
এএ