ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে তৃণমূল নারীদের তুলিতে আঁকা নারী নেতৃত্ব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
কুড়িগ্রামে তৃণমূল নারীদের তুলিতে আঁকা নারী নেতৃত্ব

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নেতৃত্বে নারীর সমান অংশগ্রহণ’ শীর্ষক ছবি এঁকে ক্যানভাস তৈরি করলেন তৃণমূল পর্যায়ের নারীরা।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. রেজাউল করিম খাঁন, ব্যবস্থাপক মাজেদুল হক সরকার, ফিল্ড অর্গানাইজার আনোয়ার হোসেন প্রমুখ।

১০ ফুট বাই পাঁচ ফুট সাদা ক্যানভাসে গ্রামীণ নারীদের বিভিন্ন কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার ছবি আঁকেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামের নারীরা।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় অনুষ্ঠিত কর্মসূচিতে অংশগ্রহণকারী ১২ জন নারীর হাতে ক্রেস্ট তুলে দেন ইউএনও নিলুফা।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।