কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নেতৃত্বে নারীর সমান অংশগ্রহণ’ শীর্ষক ছবি এঁকে ক্যানভাস তৈরি করলেন তৃণমূল পর্যায়ের নারীরা।
মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন।
১০ ফুট বাই পাঁচ ফুট সাদা ক্যানভাসে গ্রামীণ নারীদের বিভিন্ন কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার ছবি আঁকেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামের নারীরা।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় অনুষ্ঠিত কর্মসূচিতে অংশগ্রহণকারী ১২ জন নারীর হাতে ক্রেস্ট তুলে দেন ইউএনও নিলুফা।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
এফইএস/আরআইএস