সিলেট: সিলেটে কাভার্ড ভ্যানের ধাক্কায় রুবেল মিয়া (২৯) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্য হয়েছে।
বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর আলমপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া সিলেট মহানগরের জেরজেরি পাড়া ৬৩ এভারগ্রিন বাসার লায়েক মিয়ার ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি দ্রুতগামি কাভার্ড ভ্যান বাইসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া চালককে সকাল সাড়ে ১১টার দিকে আটক করা হয়েছে। জব্দ করা পিকআপভ্যানসহ তাকে থানায় নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এনইউ/এমআরএ