সাভার (ঢাকা): সাভারে পিকআপভ্যানের চাপায় রিপন কুমার ঘোষ (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন রিপন। পথে সাভারের গেন্ডা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান তিনি। এসময় পেছনে থাকা একটি পিকআপভ্যান রিপনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম খাঁন বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
আরএ