ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে ফুটপাত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
খিলগাঁওয়ে ফুটপাত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনের ফুটপাত থেকে কাজী সালাউদ্দিন মাসুম (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) সকালের দিকে খিলগাঁও থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা, ওই নিরাপত্তাকর্মীকে হত্যা করা হয়েছে।

গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে বাড়ি সালাউদ্দিনের। এক ছেলে ও এক মেয়েসহ পরিবার নিয়ে খিলগাঁও মেরাদিয়া কমিশনার গলিতে থাকতেন তিনি।

খিলগাঁও থানার পরিদশর্ক (তদন্ত) সুজিত কুমার সাহা জানান, খিলগাঁও চৌরাস্তায় কয়েকটি দোকানে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন সালাউদ্দিন। ডিউটির স্থান থেকে আধ কিলোমিটার দূরে খিদমা হাসপাতালের সামনের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মুখমণ্ডলসহ মাথায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, ‘সালাউদ্দিন চৌরাস্তায় যেখানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন, সেখানে গতরাতে তিনটি দোকানে তালা ভেঙে চুরি হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুষ্কৃতকারীরা একটি পিকআপ ভ্যান নিয়ে সেখানে আসে। এরপর তাদের সঙ্গে সালাউদ্দিনের কথা কাটাকাটি হয়। পরে তারা সিসিটিভির আওতার বাইরে চলে যায়। এরপর কী হয়েছে, তা আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (৯ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টা থেকে ভোর ৬টার মধ্যে দুষ্কৃতকারীরা নিরাপত্তাকর্মী সালাউদ্দিনকে খুন করে খিদমা হাসপাতালের সামনে ফেলে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ’

এদিকে, নিহত সালাউদ্দিনের ছেলে কাজী সাদ্দাম হোসেন অপু জানান, তার বাবা মঙ্গলবার ডিউটিতে ছিলেন। এরপর বুধবার সকাল ৯টার দিকে খবর পান খিদমা হাসপাতালের সামনে তার বাবার মরদেহ পড়ে আছে। তখন সেখানে গিয়ে বাবার মরদেহ দেখতে পান তিনি। তার বাবার মুখে ও মাথায় আঘাতের চিহ্ন ছিল।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এজেডএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।