ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
বেনাপোলে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত  প্রতীকী ছবি

বেনাপোল (যশোর): বেনাপোল বাজারের দূর্গাপুর মোড়ে ট্রলির ধাক্কায় নজরুল ইসলাম (৬০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় বেনাপোল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নজরুল ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন ঘিবা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী জানান, সকাল সাড়ে ১১টার সময় মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম বেনাপোল বাজারের দূর্গাপুর মোড় অতিক্রম করছিলেন। এসময় ইট বোঝাই একটি ট্রলি পেছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গেলে ইট বোঝাই ট্রলিটি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে, তাকে আটকের চেষ্টা চলছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।