ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চিকিৎসার জন্য ঢাকায় এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
চিকিৎসার জন্য ঢাকায় এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী 

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় রেহেনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গ্রাম থেকে চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন।

বুধবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী শীবপুর উপজেলার কুন্দারপাড় গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী রেহেনা। এক ছেলে ও তিন মেয়ের জননী ছিলেন তিনি। একলাকাতে একটি কিন্ডার গার্ডেনে শিক্ষকতা করতেন তিনি। তবে অসুস্থতার কারণে বর্তমানে কিছুই করতেন না।

নিহত রেহেনার সঙ্গে থাকা মেয়ে তানজিনা আক্তার মেঘনা জানান, তার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বুকে ব্যথা করতো তার। এজন্য কয়েকদিন আগে মাকে সোহরাওয়ার্দী হাসপাতালে এনে চিকিৎসা করানো হয়। ওইদিন তার একটি এনজিওগ্রাম করা হয়। আজ সকালে গ্রাম থেকে মা-মেয়ে আবার সোহরাওয়ার্দী হাসপাতালে আসেন সেই পরীক্ষার রিপোর্ট নিতে।  

তিনি বলেন, রিপোর্টে সবকিছু নরমাল এসেছে। এরপরই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আরেকটি পরীক্ষার রিপোর্ট আনতে যাওয়ার জন্য তারা দু’জন ঢামেক হাসপাতাল থেকে বের হন । সোহরাওয়ার্দী হাসপাতালের সামেন রাস্তা পার হওয়ার সময় একটি বাস মেয়ের সামনেই মাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার সহকারী উপ পরিদর্শক (এসআই) সমীর চন্দ্র ভৌমিক জানান, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ওয়েলকাম পরিবহনের একটি বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।