ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১৮ লাখ টাকা উদ্ধার করলো পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১৮ লাখ টাকা উদ্ধার করলো পুলিশ

ঢাকা: রাজধানীর ভাটারায় গাড়ি ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১৮ লাখ টাকা উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিয়েছে ভাটারা থানা পুলিশ।

মঙ্গলবার (৯ মার্চ) উদ্ধার করা টাকা ওই ব্যবসায়ীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান।

তিনি জানান, গত সোমবার (৮ মার্চ) রাত ১০টার দিকে শো রুম থেকে গাড়ি বিক্রয়ের নগদ ১৮ লাখ টাকা নিয়ে রিকশা করে ঢালী ফুড কোর্টের রোড দিয়ে বাসায় যাচ্ছিলেন এক গাড়ি ব্যবসায়ী। পথে অসাবধানতাবশত তার টাকার ব্যাগটি রাস্তায় পড়ে যায়। সম্ভাব্য সব যায়গায় খোঁজাখুঁজি করে টাকার ব্যাগটি না পেয়ে ভাটারা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন ওই ব্যবসায়ী।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, জিডির পরিপ্রেক্ষিতে তদন্তে নামে উপ-পরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন মুন্সী। ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় ব্যাপক তল্লাশি পরিচালনা করা হয় এবং সেখানকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়।  সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একজন অটোরিকশা চালককে ব্যাগটি রাস্তা থেকে তুলে নিতে দেখা যায়। পরে  তথ্য প্রযুক্তির সহায়তায় সেই অটোরিকশা চালককে শনাক্ত করে তার কাছ থেকে ১৮ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।