ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জিনের বাদশা সেজে প্রতারণা, গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
জিনের বাদশা সেজে প্রতারণা, গ্রেফতার ৪

ঢাকা: জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণাকারী একটি চক্রের ৪ সদস্য গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো-পশ্চিমের একটি টিম।

গ্রেফতার প্রতারকরা হলেন- জিনের বাদশা তারিকুল ইসলাম (৪০), আব্দুল্লাহ বিশ্বাস (৩৩), আল মাসুম (২৮) ও সাইদুল ইসলাম রাজু (৩০)।

দেশের মাগুরা ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১টি প্রাইভেটকার, নগদ ১৫ লাখ ৪৯ হাজার টাকা, ২টি ভেকু, ও টাকা তৈরির সাদা কাগজসহ বাক্স, মাজারের মাটি, লাল কালিতে আরবি লেখা কাগজ জব্দ করা হয়।

বুধবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

তিনি বলেন, গ্রেফতার আসামিরা জিনের মাধ্যমে অসুস্থ মানুষকে সুস্থ করা, সাদা কাগজ দিয়ে কার্টন ভর্তি কোটি কোটি টাকা তৈরি করতে সক্ষম বলে বিশ্বাস জন্মায়। সবই জিনের অভিনয় এবং ম্যাজিকের সাহায্যে চোখের সামনে টাকা তৈরি করে দেখায়। প্রলোভন দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলে এবং হুমকি দিয়ে অর্থ আত্মসাত করে আসছিলেন।

এরপর প্রচারকদের কথা অনুযায়ী কাজ না করলে প্রিয়জনের ক্ষতি হবে এমন ভায় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলেন।

তিনি বলেন, ভুক্তভােগী মাে. আব্দুল খালেক খান সিআইডি কার্যালয়ে উপস্থিত হয়ে এ বিষয়ে অভিযােগ দিলে কার্যক্রর ব্যাবস্থা হতে নেওয়া হয়। অভিযানে চক্রের মূলহােতা জিনের বাদশাসহ তার ৩ সহযোগীকে গ্রেফতার করা হয়।

সিআইডির এই কর্মকর্তা আরও বলেন, বিভিন্ন তারিখ ও সময়ে ভুক্তভোগীর কাছ থেকে এই চক্রটি প্রায় ১ কোটি, ৬৪ লাখ টাকা আত্মসাৎ করে। এরপর গত ৯ মার্চে ভুক্তভোগী আব্দুল খালেক বাদী হয় রাজধানীর হাজারীবাগ থানার একটি মামলা (নং-১৭) দায়ের করেন।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।