ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
মেহেরপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মেহেরপুর: ফেনসিডিল পাচারকারী আব্বাছ উদ্দীন (২৬) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১০ মার্চ) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক এসএম আব্দুস সালাম জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

দণ্ডিত আব্বাছ উদ্দীন গাংনী উপজেলার গরীবপুর গ্রামের নুরাল হকের ছেলে।

জানা যায়, ২০১৮ সালের ২২ অক্টোবর ৩০ বোতল ফেনসিডিলসহ আব্বাছ উদ্দীনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ। গাংনী থানার তৎকালীন উপ-পরিদর্শক মকবুল হোসেন বাদী হয়ে ১৯৯০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ) ধারায় একটি মামলা দায়ের করেন।

মামলায় বাদী ও বিবাদী পক্ষের আইনজীবী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আব্বাছ উদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক মাসের কারাদণ্ডদেশ দেন। আসামি পক্ষের কৌঁসুলি ছিলেন কামরুল হাসান।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।