ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অবস্থান কর্মসূচিতে জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক শিক্ষকরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
অবস্থান কর্মসূচিতে জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক শিক্ষকরা অবস্থান কর্মসূচির পালন করছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (মহাজোট)। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ২০১৮ সালে ১৮ দিন ও ২০১৯ সালে টানা ৫৬ দিন জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি পালনের পর আবারও লাগাতার অবস্থান কর্মসূচির পালন করছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (মহাজোট)।  

বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের লক্ষ্যে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন দুই শতাধিক শিক্ষক।

এ অবস্থান কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানানো হয়।

বুধবার (১০ মার্চ) বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির প্রথম দিনে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির (মহাজোট) যুগ্ম আহবায়ক মো. ফরিদুল ইসলাম এ ঘোষণা দেন।

মহাজোটের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান বলেন ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে, সেসময় যথাযথ যোগ্যতা থাকা সত্ত্বেও জাতীয় করণের জন্য তৃতীয় ধাপে ৯৬০টি বিদ্যালয়ের বাইরে সঠিক পরিসংখ্যানের অভাবে আরও চার হাজারের অধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত হয়। পরবর্তীতে এ সকল বিদ্যালয়ের তথ্য চেয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কিন্তু এখনও জাতীয়করণ হয়নি।

অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা বলেন, চার হাজারের অধিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের আওতায় না আসলে আমরা দীর্ঘদিন বিভিন্ন সময় জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেছি। এ সময় একজন শিক্ষক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া সারা দেশের ১০ বেসরকারি শিক্ষকের মৃত্যু হয়েছে। এদের পরিবারকে দেখার মতো কেউ নেই। যারা জীবিত আছেন তারা বৃদ্ধ বাবা মার মুখে খাবার, ওষুধপত্র তুলে দিতে পারছেন না। ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ যোগাতে পাচ্ছেন না। তারা পরিবারসহ মানবেতর জীবনযাপন করছেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
পিএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।