ঢাকা: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে (বিএনবিসি) জনগণকে জিম্মি করে সৃষ্ট অসামঞ্জস্যতা দূর করার দাবিতে মানববন্ধন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।
বুধবার (১০ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচি শেষে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেন। এছাড়া, একই দাবিতে এ সংগঠনের অন্য একটি প্রতিনিধি দল ঢাকার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধনে বক্তাদের দাবি, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও ঘোষণা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ পেশাগত সমস্যা সমাধান না হওয়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রাথমিক নিযুক্তি কালে অন্য পেশাজীবীদের নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরও একটি স্পেশাল ইনক্রিমেন্ট এবং ডিজাইন অব প্ল্যানিংয়ে কর্তব্যরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপসহকারী প্রকৌশলীদের সহকারী প্রকৌশলীর ন্যায় তিনটি বিশেষ ইনক্রিমেন্ট প্রদান। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা ও সরকারি মালিকানাধীন কোম্পানিসমূহে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপসহকারী প্রকৌশলী বা সমমানের পদ থেকে পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীতকরণসহ সর্বোচ্চ পদ পর্যন্ত পদোন্নতি অবারিত করা।
এছাড়া, বিভিন্ন প্রতিষ্ঠান শুন্য পদে নিয়োগসহ কারিগরি শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ও বৃত্তির টাকা আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশে পুরোপুরি বাস্তবায়নের দাবি জানান তারা।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সব দাবি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন না হলে, আগামীতে কঠোর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।
আইডিইবির সভাপতি একেএমএ হামিদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, চাকরি বিষয়ক সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, দর্শনযোগ্য প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
পিএস/এফএম