ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুর পৌর মেয়রের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
পিরোজপুর পৌর মেয়রের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

পিরোজপুর: পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১০ মার্চ) বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক
আলী আকবর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বাংলানিউজকে জানান, কমিশন তাকে এ বিষয়ে অনুসন্ধানের জন্য দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব পাওয়ার পর সম্প্রতি পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের বিষয়ে প্রথমিক অনুসন্ধান করে সম্পদ বিবরণী জারির নোটিশ দেন। নোটিশে হাবিবুর রহমান মালেক ছাড়াও তার স্ত্রী নীলা রহমান ও সন্তানদের নামে দেশে-বিদেশে স্থাবর-অস্থাবর সব সম্পদের তথ্য দিতে বলা হয়।

দুদক সূত্রে জানা যায়, গত সপ্তাহে দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর জেলা রেজিস্ট্রারকে চিঠি দিয়ে মেয়র মালেক, তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের নামে কেনা ও রেজিস্ট্রি হওয়া জমির বিষয়ে তথ্য চেয়েছেন। এছাড়া মেয়র মালেকের কাছে পিরোজপুর পৌরসভার কর্মচারী নিয়োগ, বলেশ্বর নদীর ব্রিজ ঘাট ও ফেরিঘাট, লিজ দেওয়া সংক্রান্ত তথ্য চেয়েছেন দুদক। একই সঙ্গে তার নিজ নামে ও বেনামে সব ধরনের ঠিকাদারি কাজের লাইসেন্সের কপি দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, পিরোজপুর সদর পৌরসভার পৌর মেয়র হাবিবুর রহমান মালেক পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি গত পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি একেএমএ আউয়ালের মেঝো ভাই।

সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ ও সরকারি জমি দখলের অভিযোগে ইতোমধ্যে পৃথক চারটি মামলা দায়ের করেছেন দুদক।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।