ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর আহতের কথা শুনে স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর আহতের কথা শুনে স্ত্রীর মৃত্যু

ভোলা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী আহত হওয়ার খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন স্ত্রী হালিমা বেগম (৪৫)।  

বুধবার (১০ মার্চ) সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত হালিমা দিনমজুর সামসুদ্দিনের স্ত্রী। তিনি ৪ সন্তানের জননী ছিলেন।  

স্থানীয়রা জানান, সকালে ওই ইউনিয়নের বয়াতি বাড়ির সামসুদ্দিন তার বাড়ির পাশে একটি গাছে উঠে ডালপালা কাটতে যান। তখন হঠাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর আহত হওয়ার খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহতের স্বামী সামসুদ্দিন এখন সুস্থ্য আছেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, বিষয়টি পুলিশকে কেউ জানায়নি, তবে আমরা খোঁজ-খবর নিচ্ছি। এদিকে মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।