ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রবাসীদের পাসপোর্টের সাময়িক মেয়াদ বাড়াতে ফি লাগবে না

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
প্রবাসীদের পাসপোর্টের সাময়িক মেয়াদ বাড়াতে ফি লাগবে না পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য কোনো প্রকার ফি লাগবে না।

বুধবার (১০ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

সৌদি আরবে তিনদিনের সফর শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বুধবার সকালে ঢাকায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ একটি বৈঠক হয়েছে। বৈঠকে আমরা প্রস্তাব দিয়েছি প্রবাসীদের পাসপোর্টের এক বছর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো প্রকার ফি না নিতে। এ প্রস্তাব গৃহীত হয়েছে। এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবো। ’

তিনি বলেন, ‘সৌদিতে এক বছর পাসপোর্টের মেয়াদ বাড়াতে ২৫ রিয়াল ফি নেওয়া হয়। এই ফি লাগবে না। তবে পূর্ণাঙ্গ মেয়াদ বাড়াতে ফি দিতে হবে।  সৌদি আরবে টিকা নেওয়ার জন্য তাওয়াক্কাল অ্যাপে আবেদন করতে হয়। আমাদের প্রবাসীদের, যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে, তারা টিকা নিতে পারছিলেন না। এক বছর মেয়াদ বাড়ালে তারা সেটা নিতে পারবেন। বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে। ’

এক প্রশ্নের উত্তরে শাহরিয়ার আলম বলেন, ‘সৌদির বড় বিনিয়োগ আনতে হলে আমাদের সক্ষমতাও বাড়াতে হবে। ’

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সৌদি সীমান্তে মাইন অপসারণে সহায়তা লাগলে আমরা সেটা দেবো। কুয়েত যুদ্ধের পর গত তিন যুগ ধরে আমরা ওই অঞ্চলে সহায়তা দিয়ে আসছি।

আরও পড়ুন>> ‘সৌদি আরব রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা বলেনি’

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
টিআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।