ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজার থেকে অপহৃত শিশু রোহিঙ্গা শিবিরে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
কক্সবাজার থেকে অপহৃত শিশু রোহিঙ্গা শিবিরে উদ্ধার

কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলীতে অপহৃত শিশু শাহিনা আক্তার আঁখিকে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা শিবির থেকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (১০ মার্চ) দুপুরে জাদিমুরা ২৭ নম্বর ক্যাম্পের সি-২ ব্লকের নূর নাহারের (এফসিএন-২৭৪০৫১) বসতঘর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

তবে, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ৮ মার্চ শাহিনা আক্তার আঁখি নামে একটি শিশুটিকে অপহরণ করা হয়। বুধবার বিকেলে স্থানীয়দের উপস্থিতিতে শিশুটিকে তার মা সেতেরা বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটি পুরোপুরি সুস্থ আছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।