ঢাকা: স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের থেকে উত্তরণের ক্ষেত্রে যেসব সমস্যার মুখোমুখি হবে, তা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্থাপিত কর্মপরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বুধবার (১০ মার্চ) জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে এ বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দ. প্রিন্স, মো. আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক এবং কাজী নাবিল আহমেদ অংশ নেন।
বৈঠকে ব্রাজিল ও স্পেনে নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদের কর্মপরিকল্পনা উপস্থাপন এবং বিশদ আলোচনা হয়। পরে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের সম্ভাবনা ও সমস্যা নিয়েও আলোচনা হয়।
এছাড়া, ব্রাজিল-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করতে এবং রপ্তানি আয় বাড়ানোর লক্ষ্যে আগামী এক বছরের মধ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে ট্রেড ফেয়ার আয়োজনের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা, স্পেন-বাংলাদেশ ট্যুরিজমকে উৎসাহিত করা এবং সাংস্কৃতিক সম্পর্কের নতুন দুয়ার উন্মোচনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
তাছাড়া, বৈঠকে রাষ্ট্রদূতদের নেতৃত্বে পৃথিবীর যে কোনো একটি বা দু’টি দেশে কন্ট্রাক্ট ফার্মিং-এর মাধ্যমে অনাবাদি জমি চাষাবাদের বিষয়ে পাইলট প্রকল্প নেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ব্রাজিল ও স্পেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এসকে/এফএম