নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং পৌরসভার নব-নির্বাচিত মেয়র।
বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় তাকে এ শুভেচ্ছা জানানো হয়।
তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সৈয়দপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র রাফিকা আকতার জাহান বেবী, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খানসহ অনেকে।
জয়পুরহাটে একটি অনুষ্ঠান শেষ করে সৈয়দপুর বিমানবন্দর থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে ঢাকায় ফিরে যান মন্ত্রী।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এসআই