ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘ওয়ার্ল্ড ক্লাস মিডিয়া ইনস্টিটিউট তৈরি করতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
‘ওয়ার্ল্ড ক্লাস মিডিয়া ইনস্টিটিউট তৈরি করতে হবে’

ঢাকা: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আমাদের ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড মিডিয়া ইনস্টিটিউট তৈরি করতে হবে।

বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ক্রিয়েটিভ মিডিয়া ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের (সিএমআইএসসি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, আমাদের ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড মিডিয়া ইনস্টিটিউট তৈরি করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এটা করা হবে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কাজ কী হবে তা নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম থেকেই কাজ করে আসছি। ক্রিয়েটিভ মিডিয়া ও টেকনোলজির মিশ্রণেই ক্রিয়েটিভ মিডিয়া  ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের লক্ষ্যমাত্রা অর্জন হবে। আমাদের টেকনোলজি বেশ এগিয়ে আছে যা আপনাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে। এই কাউন্সিলের অগ্রগতির জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ সর্বদা পাশে থাকবে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ক্রিয়েটিভ মিডিয়া ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের যে যাত্রা আরম্ভ হয়েছে তা ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনে অংশ নিতে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। আমাদের সরকার নতুন উদ্ভাবনকে সর্বদা স্বাগত জানিয়েছে। আশা করি ক্রিয়েটিভ মিডিয়া ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের সহযোগিতায় ২০৪১ এর আগেই জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এই উদ্যোগটি তার লক্ষ্যমাত্রা অর্জনে সফল হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এমন একটি সময়ে আমরা ক্রিয়েটিভ মিডিয়া ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের উদ্বোধন করছি যখন আমরা বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন করছি। সরকারি-বেসরকারি ও একাডেমিক খাত একত্রে কাজ করে যাচ্ছে বলেই আজ আমরা উন্নয়নশীল দেশ। এখন আমরা আছি ডিজিটাল ইকোনোমিতে কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবে অংশ নিতে আমাদের ক্রিয়েটিভ ইকোনোমিতে পা রাখতে হবে। আমরা আত্মনির্ভর হতে চাই, আত্মকেন্দ্রিক নয়।

ক্রিয়েটিভ মিডিয়ার সভাপতি শমী কায়সার বলেন, করোনার সময়ে আমাদের দেশে ই-কমার্স যেভাবে প্রসারিত হয়েছে, ই-এন্টারটেইনমেন্টেও এই প্রসারণ আসবে। আমরা মিডিয়া ইন্ডাস্ট্রিতে দক্ষ জনবল তৈরির মাধ্যমে নেটফ্লিক্সের বিকল্প প্লাটফর্মের সূচনা করতেই পারি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান (সচিব) জনাব দুলাল কৃষ্ণ সাহা।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২১ 
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।