ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সমবায় সমিতি নিবন্ধনে আরও যত্নবান হওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
সমবায় সমিতি নিবন্ধনে আরও যত্নবান হওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর

ঢাকা: জেলা সমবায় কর্মকর্তাদের সমবায় সমিতি নিবন্ধনের ক্ষেত্রে আরো যত্নবান হওয়ার নির্দেশনা দিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
 
তিনি বলেন, নিবন্ধনের আগে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে নিবন্ধন করতে হবে।

সংখ্যায় নয়, গুণগত মানসম্পন্ন ও কার্যকর সমিতি নিবন্ধনের উদ্যোগ নিতে হবে।
সমবায় সমিতি আইন ও সমবায় ব্যাংক আইন সময়োপযোগী ও সংস্কার করার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি তিনি নির্দেশ দেন তিনি।
 
তিনি বুধবার (১০ মার্চ) আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরে ‘সমবায় সমিতির অর্থায়নের উৎস ও কৌশল’ নির্ধারণ শীর্ষক সেমিনারে জেলা পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, সমবায়কে এগিয়ে নেওয়ার জন্য সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করতে হবে। দেশের জনশক্তিকে দক্ষ সম্পদে রূপান্তর এবং সমবায়ের সাংগঠনিক শক্তিকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে হবে। এ লক্ষ্যে সমবায় সমিতিগুলোর প্রাতিষ্ঠানিক ভিত্তির পাশাপাশি এর অর্থনৈতিক ভিত্তিও মজবুত করতে হবে।
 
প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে সমবায় দর্শন বেশ টেকসই এবং কার্যকর হাতিয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৯তম জাতীয় সমবায় দিবসে সমবায় কার্যক্রমে নারীদের অধিকহারে অংশগ্রহণের উপর অনুশাসন দিয়েছেন। তারই নির্দেশনার আলোকে জেলা ও উপজেলা পর্যায়ে নারীদের অংশগ্রহণে সমবায় সমিতি গঠনে উদ্যোগী হতে হবে।
 
এসময় নিজ নির্বাচনী এলাকার রাজগঞ্জ ইউনিয়নে ‘বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি’ নামে একটি সমিতি গঠন করা হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
 
সেমিনার শেষে প্রতিমন্ত্রী সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মো. নবীরুল ইসলাম গ্রন্থিত ‘সমবায় কি কেন’ বইয়ের মোড়ক উন্মোচন এবং বিভাগীয় সমবায় কার্যালয় ঢাকার মাল্টিপারপাস হলের শুভ উদ্বোধন করেন।
 
সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান, অতিরিক্ত নিবন্ধক অঞ্জন কুমার সরকার, যুগ্ম নিবন্ধক মো. নবীরুল ইসলাম, উপ-নিবন্ধক মুহাম্মদ গালীব খান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।