পঞ্চগড়: পঞ্চগড়ে ট্রাক্টরচাপায় মাসুদ রানা (২৩) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় পৌরসভা এলাকার রৌশনাবাগ পঞ্চগড়-টুনিহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় মাসুদ মোটরসাইকেল নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে রৌশনাবাগ এলাকায় বালুবাহী একটি ট্রাক্টরকে অতিক্রম করতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে তিনি রাস্তায় পড়ে যান। এসময় ট্রাক্টরটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পঞ্চগড় সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাইয়ুম আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে আগেই চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এসআই