সিলেট: সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় চাঁন মিয়া নামে এক যুক্তরাজ্য প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পথচারী।
নিহত চাঁন মিয়া গোয়ালাবাজার ইউনিয়নের নিজকরনসী দক্ষিণপাড়া গ্রামের মজিদ মিয়ার ছেলে।
বুধবার (১০ মার্চ) বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে গোয়ালাবাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে সিলেট ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারে শেরপুরগামী (ঢাকা মেট্রো জ-১১-২২৬৪) বাস পথচারীদের ধাক্কা দেয়। এসময় একজন নিহত ও দুইজন আহত হন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যানের আশ্বাসে মহাসড়কে যান চলাচল শুরু হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এনইউ/ওএইচ/