ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আলাউদ্দীন (১০) নামে এক তৃতীয় শ্রেণির ছাত্র নিহত হয়েছে।
বুধবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মমরেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আলাউদ্দীন রাণীশংকৈল উপজেলার বড়দাখণ্ড এলাকার কফিল উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাণীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমানের এম এম এ ব্রিক্সের মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে আলাউদ্দীন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। শিশুটির অভিভাবকের সিদ্ধান্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
আরআইএস