বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে অস্ত্রসহ ১১ মামলার আসামি রাসেল মোল্লাকে (৩২) আটক করেছে র্যাব।
বুধবার (১০ মার্চ) রাতে মোড়েলগঞ্জ উপজেলার সিংজোর সিকদারপাড়া থেকে রাসেলকে আটক করে র্যাব-৬ খুলনার সদস্যরা।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহবুব আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
আটক রাসেল মোল্লা মোরেলগঞ্জ উপজেলার সিংজোর গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে। রাসেলের নামে পিরোজপুর জেলার জিয়ানগর এবং বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানায় চুরি, মারামারিসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯ ধারায় রাসেলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহবুব আলম।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এনটি