ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় অস্ত্রসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
দীঘিনালায় অস্ত্রসহ যুবক আটক প্রতীকী ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় অস্ত্র ও গুলিসহ সুনীল চাকমা (২৭) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (১১ মার্চ) গভীর রাতে বাঘাইছড়ি মুখ এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, নগদ টাকা ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

বুধবার রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার বাবুছড়া থেকে দীঘিনালা যাওয়ার পথে এক মোটরসাইকেল আরোহীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়ানোর জন্য সংকেত দেন। এ সময় মোটরসাইকেল আরোহী সুনীল চাকমা পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, নগদ টাকা ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

আটক যুবক ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য বলে জানা গেলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।