নাটোর: নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুভ হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার রামপাড়া বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়রামপুর বাঙ্গলপাড়া গ্রামের কান্টু আলীর ছেলে।
লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরের দিকে শুভ বাড়ির পাশে রামপাড়া বিলের ভেতর তাদের পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ দিতে যান। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক মোটরের তারে জড়িয়ে পড়েন। এতে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
কেএআর