ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধের ঘটনায় মাহফুজুল ইসলাম (১১) নামে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। সে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলো।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে মাহফুজুলের মৃত্যু হয়। সে আইসিইইতে ভর্তি ছিলো। মাহফুজুলের মা মাহফুজা বেগম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিলো।
গত সোমবার (৮ মার্চ) দিনগত রাতে নারায়ণগঞ্জ ফতুল্লার মাজদাইল বাজার এলাকায় একটি বাড়ির ষষ্ঠ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৬ জন দগ্ধ হন। ওই রাতেই তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন বাকি দগ্ধরা হলেন- মিশালের স্ত্রী মিতা (২৪), তাদের মেয়ে আফসানা (৪) ও ছেলে মিনহাজ (১৮ মাস), মিশালের আরেক শ্যালক সাব্বির (১৬)।
গ্যাস লাইন লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে দগ্ধদের স্বজনরা জানান।
আরও পড়ুন
নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এডেজএস/এমআরএ