কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মেলায় ঘুরতে গিয়ে ছুরিকাঘাতে আবদুল্লাহ আকাশ লাদেন (১৮) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সজীন রানা নামে আরেক যুবক।
বুধবার (১০ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পিরিজপুর ইউনিয়নের দক্ষিণ পিরিজপুর ইনছাম আলীর মেলায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ আকাশ লাদেন উপজেলার দক্ষিণ পিরিজপুর গ্রামের ইশাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল্লাহ আকাশ লাদেনসহ তিন যুবক ইনছাম আলীর মেলায় ঘুরতে যান। বুধবার রাত সাড়ে ১১টার দিকে মেলায় প্রবেশ করতেই হঠাৎ এক যুবক লাদেনকে ছুরিকাঘাত করেন। এসময় লাদেনের সঙ্গে থাকা রানা বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় লাদেনকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় সুমন নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এসআই