রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় বুনো হাতির আক্রমণে অভিষেক পাল (২১) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে কাপ্তাই উপজেলার জীবতলী ইউনিয়নের কামিলাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বন্ধু সাদমান সোবহান উদয় বাংলানিউজকে জানান, ছয় বন্ধু বৃহস্পতিবার সকালে কাপ্তাই প্রশান্তি পার্ক থেকে সিএনজি অটোরিকশাতে করে রাঙামাটির উদ্দেশে রওনা হন। সকাল ৯টার দিকে দুটি হাতির মুখোমুখি হয় তারা। এ সময় বন্ধু অভিষেক ভয়ে বনের দিকে পালালে পেছনে গিয়ে একটা হাতি তাকে পিষ্ট করে। পরে হাতি দুইটি বনে চলে গেলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাপ্তাই সদর হাসপাতালে নিয়ে আসার পথেই অভিষেক মারা যান।
জানা যায়, নিহত অভিষেকের বাবা সুধাংশু বিকাশ পাল চট্টগ্রামের একটা পোশাক কারখানায় চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি লীপুর জেলার রামগঞ্জে। তবে তারা দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে ফেনীর মাস্টার পাড়ায় বাস করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ওমর ফারুক রনি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, ঘটনাটি শুনেছি। পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়। এ এলাকায় ইদানিং হাতির উৎপাত মারাত্মক আকার ধারণ করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বনে হাতিদের খাদ্যভাণ্ডর ফুরিয়ে যাওয়ায় হাতিগুলো লোকালয়ের দিকে চলে আসে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এনটি