ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নীলক্ষেতে নকল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
নীলক্ষেতে নকল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ আটক ২

ঢাকা: রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকা থেকে নকল সার্টিফিকেট তৈরি করার অপরাধে দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আটকরা হলেন-রাকিব হাসান (২৩) ও মোবারক হোসেন জনি ওরফে হৃদয় (২৫)।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (এএসপি) মো. আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল বুধবার দিনগত রাতে নীলক্ষেত এলাকায় বাকুশাহ হর্কাস মাকেট সংলগ্ন ভার্সিটি মাল্টিকালার নামে একটি দোকানে অভিযান চালায়। অভিযানে জাল সার্টিফিকেট তৈরি করার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি সিপিইউ, একটি মনিটর, পাঁচটি প্রিন্টার, একটি স্ক্যানার, ১৭ টি শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষার ভুয়া সার্টিফিকেট ও ভুয়া সার্টিফিকেট তৈরির শাপলা জল ছাপ দেওয়া তিনটি সাদা কাগজ জব্দ করা হয়।

তিনি আরও জানান, আসামিরা নিজেদের কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্টিফিকেট ডাউনলোড করে ফটোশপের দীর্ঘদিন ধরে নকল সার্টিফিকেট তৈরি করে আসছিল। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।