ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন ড. মোমেন

ঢাকা: বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও নারী বিষয়কমন্ত্রী মেরিস পেইনের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ সহযোগিতা চান।

বৃহস্পতিবার (১১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টেলিফোন আলাপে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সঙ্কট তুলে ধরে অস্ট্রেলিয়ার সহায়তা চান। এ সময় অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রীও রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ প্রত্যাবাসনে জোর দেন।

এদিকে, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ভার্চ্যুয়ালি ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে। এতে দু’দেশের প্রতিনিধিরা কৃষি, পানিসম্পদ ব্যবস্থাপনা, বিদ্যুৎ, জ্বালানি, খনিজসম্পদ, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সমুদ্র অর্থনীতি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এছাড়া বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলে চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
টিআর/ওএইচ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।