ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চলমান উন্নয়ন কার্যক্রম দেখতে রাজশাহী যাচ্ছেন তাজুল ইসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
চলমান উন্নয়ন কার্যক্রম দেখতে রাজশাহী যাচ্ছেন তাজুল ইসলাম

রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করতে রাজশাহী যাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

দুই দিনের সরকারি সফরে আগামী রোববার (১৩ মার্চ) বেলা ১১টায় তিনি বিমানযোগে রাজশাহী পৌঁছাবেন।

শুক্রবার (১১ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে এই কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার রাজশাহী পৌঁছে দুপুর ১২টায় মন্ত্রী রাজশাহী সার্কিট হাউসে স্থানীয় সরকার বিভাগের আওতায় রাজশাহী বিভাগে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে তিনি জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের কবর জিয়ারত করবেন। বেলা পৌনে ১টায় আলিফ-লাম-মিম ভাটা থেকে মোহনপুর পর্যন্ত রাস্তার উদ্বোধন করবেন। তিনি দুপুর একটায় রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। বিকেলে মন্ত্রী পদ্মা নদীতে স্পিডবোটযোগে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভারভিউ সিটি এলাকা পরির্দশন করবেন।

একই দিন সন্ধ্যায় তিনি রাজশাহী সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম অবহিতকরণ ও নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন।

পরদিন সোমবার (১৪ মার্চ) সকালে মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।