কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জাকিরকে (৩২) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শুক্রবার (১২ মার্চ) সকালে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (১১ মার্চ) দিনগত রাতে পার্শ্ববর্তী নেত্রকোণা জেলার মদন উপজেলার তিয়শ্রী এলাকা থেকে তাকে আটক করা হয়।
মো. জাকির কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের করিম মিয়ার ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান বাংলানিউজকে জানান, গত ১ মার্চ রাত ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কাচারীপাড়া এলাকার এক কিশোরী (১৪) প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাইরে বের হলে তাকে তুলে নিয়ে দুলাল মিয়ার বাগানে ধর্ষণ করা হয়। ঘটনার পরপরই র্যাবের একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য উপাত্তর মাধ্যমে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চালায়।
এরই ধারবাহিকতায় এ ঘটনার মূল পরিকল্পনাকারী ধর্ষণের সঙ্গে সরাসরি জড়িত এজাহার নামীয় ১ নম্বর আসামি মো. জাকিরকে বৃহস্পতিবার (১১ মার্চ) দিনগত রাতে নেত্রকোণা জেলার মদন উপজেলার তিয়শ্রী এলাকা আটক করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে জাকির ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই রাতে সে সুকৌশলে ভিকটিমকে বাড়ির পেছন থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আটক জাকিরকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
আরএ