চুয়াডাঙ্গা: শত্রুতার জেরে ছয় হাজার পেঁপে গাছের চারা ও বাগানের কলার কাদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ মার্চ) দিনগত রাতে চুয়াডাঙ্গার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর নিমতলা সীমান্তে মহিদ উদ্দিন নামে এক কৃষকের ক্ষেতে এ ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ মার্চ) সকালে মাঠে গিয়ে তিনি পেঁপে গাছ ও কলার এমন চিত্র দেখে হতভম্ব হয়ে পড়েন।
কৃষক মহিদ উদ্দিন বলেন, দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পিতভাবে তার তিনটি বেডের ছয় হাজার পেঁপে গাছের চারা ও একটি কলা বাগানের ১২টি কলার কাদি কেটে নিয়ে গেছে। পেঁপের চারা ও কলার কান্দি কেটেও শান্ত নয় তারা, এরপর তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনায় দর্শনা থানায় একটি লিখিত একটি অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন মহিদ উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
আরএ