বগুড়া: বগুড়ার সদর উপজেলায় জাহাঙ্গীর হোসেন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দো-বাড়িয়া এলাকায় ঘাসের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর সদর উপজেলার দো-বাড়িয়া এলাকার মৃত বদির উদ্দিনের ছেলে। তিনি একজন পেশায় রিকশা চালক ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বিদেশি ঘাসের জমিতে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত সেখানে পৌছে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিক অবস্থায় মরদেহের শরীরের আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। তবে এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের পর জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
কেএআর