ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজার মেরিন ড্রাইভে প্রাইভেটকার চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
কক্সবাজার মেরিন ড্রাইভে প্রাইভেটকার চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নুসাইবা রহমান রাইফা।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের শাপলাপুর মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেটকারের চাপায় নুসাইবা রহমান রাইফা নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাইফা রাইফা এনজিও ফোরাম কর্মকর্তা শামসুর রহমান রিপনের বড় মেয়ে এবং কক্সবাজার আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলো।

পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে মেরিন ড্রাইভ সড়কে বেড়াতে যায় রাইফা। এ সময় শাপলাপুর চেক পোস্টের কাছাকাছি মেরিন ড্রাইভে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার রাইফাকে চাপা দেয়। মারাত্মক আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাইফাকে তার পৈত্রিক বাড়ি চাঁদপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
এসবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।