গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলায় মধুমতি বাওরে গোসল করতে নেমে মোস্তাকিম মোল্যা (৯) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) দুপুরে বাওরের ঘোনাপাড়া ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বাংলানিউজকে জানান, মধুমতি বাওরে জেগে ওঠা চরে গোসল করতে নামে একই এলাকার তিনটি শিশু। এর মধ্যে মোস্তাকিম নিখোঁজ হয়। তাকে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দলকে খবর দেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
এসআরএস