ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না: রফিকুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না: রফিকুল ইসলাম বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না: রফিকুল ইসলাম। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হতে পারতো না। আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা অর্জন করতে পারতাম না।

এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী হিসেবে বিশ্বের দরবারে মাথা উচু করে এগিয়ে যাচ্ছে। জাতির জনকের নিজ হাতে গড়া দল আওয়ামী লীগ। যারা দলের ভেতর বিশৃঙ্খলা তৈরি করে, দলীয় অফিস ভাঙচুর করে। দলের নেতাকর্মীদের উপড় হামলা চালায় তারা কখনোই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে না।

শুক্রবার (১২ মার্চ) বিকালে জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ও স্থানীয় আওয়ামী লীগ অফিস এবং ছাত্রলীগ নেতার বাড়ি ঘরে বহিরাগত সন্ত্রাসীদের হামলা ভাঙচুর লুটপাট আহতের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই সভার প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য করিম পাঠান, থানা যুবলীগের সাংগঠনিক সস্পাদক মোজাম্মেল হক মিলন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলী আজগর, যুগ্ন সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জামান ব্যাপারী, তারাব পৌর যুবলীগের সাবেক সভাপতি আওয়াল, মোশারফ হোসেন, রাজু হাসান, আলেক, ওসমান গনী, উপজেলা যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, আমির হোসেন স্বপন, সেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন মেম্বার, ছাত্রলীগ নেতা লুৎফর রহমার মুন্না, মাছুম মেম্বার, মহিলা লীগ নেত্রী স্বপ্না আক্তার, ইয়াছমীন আক্তার, ইউপি সদস্য হাজী মতিন, আব্দুল হাই প্রমূখ।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।