ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে মোটরসাইকেলসহ গর্তে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
রামগতিতে মোটরসাইকেলসহ গর্তে পড়ে ব্যবসায়ীর মৃত্যু আলতাফ হোসেন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে চলন্ত মোটরসাইকেলসহ গর্তে পড়ে আলতাফ হোসেন (২৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) দিনগত রাতে সোনাপুর-আলেকজান্ডার সড়কের রামগতি উপজেলার রব সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলতাফ পেশায় একজন ব্যবসায়ী ও চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মোতালেবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় আলতাফ মোটরসাইকেলযোগে রামগতির হাট থেকে আলেকজান্ডার যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা হঠাৎ একটি শব্দ শুনতে পান। তারা এসে দেখেন, আলতাফ গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলসহ সড়কের পাশে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতালে যায়। এসময় আলতাফকে উদ্ধার করা স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ।

স্থানীয়দের ধারণা, সড়কে গর্ত থাকায় মোটরসাইকেল আরোহী আলতাফ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আহত হন। সোনাপুর-আলেকজান্ডার সড়কের বড় বড় গর্ত দুর্ঘটনার কারণ বলে জানান স্থানীয়রা।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় পরিবার কোনো আপত্তি জানায়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতেই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসএইচডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।