মেহেরপুর: শিক্ষা, রাজনীতি ও কর্মসংস্থানে বিশেষ অবদান রাখায় তিন নারী নেত্রীকে সম্মাননা দিয়েছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম।
শনিবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
" করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব" এ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- গাংনী সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রশিদ, গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রিজিয়া খানম, জোতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদা খাতুন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গাংনী এরিয়া অফিসের সমন্বয়কারী হেলাল উদ্দিন, সূর্যোদয় স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আবুল কাশেম অনুরাগী, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএন পাভেল ও গাংনী প্রেসক্লাবের সদস্য তোফায়েল আহমেদ।
করমদি ডিগ্রি কলেজের প্রভাষক এএসএম সায়েম পল্টুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু, গীতিকার শহিদুল ইসলাম শাওন, ইউনিয়ন পর্যায়ে সম্মাননা প্রাপ্ত নারী নেত্রী ফরিদা পারভিন, আফরোজা খাতুন।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গাংনী পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া খানম, রাজনীতিতে বিশেষ অবদান রাখায় নারী নেত্রী নুরজাহান বেগম ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় খুরশিদা খাতুনকে সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
আরএ