সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে আগুনে পুড়ে শরিফুল মোল্লা (৩২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সূর্য খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ মার্চ) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (১৩ মার্চ) রাতে হেমায়েতপুরের তেঁতুলঝোড়া এলাকায় আতাউর রহমানের বাড়িতে রহস্যজনক এ মৃত্যুর ঘটনা ঘটে। শরিফুল মোল্লা রাজশাহী জেলার বাঘা থানার মো. আজগর মোল্লার ছেলে। তিনি ও তার স্ত্রী সূর্য খাতুন পোশাক কারখানায় কাজ করতেন।
বাড়ির মালিক আতাউর রহমান জানান, গতকাল (শুক্রবার) রাতে শরিফুল সিগারেট হাতে নিয়েই শুয়ে পরেছিলেন। রাতে কোনো একসময় সিগারেটের ফুলকি থেকে আগুন লেগে যায়। পরে তার স্ত্রীর চিৎকারে আশপাশের মানুষ এসে শরিফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) এ এফ এম সায়েদ বাংলানিউজকে বলেন, স্বামী-স্ত্রী দুজনের ডায়রিয়া হয়েছিল। এর আগে দুইবার শরিফুল ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলো। শরিফুল অনেক ধূমপান করতো। গতকাল রাতে তাদের মধ্যে শরিফুল মশারির ভেতরে এবং সূর্য মশারির বাইরে ঘুমিয়ে পড়েছিলো। গভীর রাতে সূর্য ঘুম থেকে উঠে দেখে আগুন। এই আগুনটা সিগারেট থেকেও লেগে থাকতে পারে আবার মশার কয়েল থেকেও হতে পারে।
চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে শরিফুলকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশে সিগারেটের অ্যাশট্রে পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
আরএ