ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আনন্দধান গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় শরিফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৩ মার্চ) বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শরিফুল আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের উত্তরপাড়ার আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে আলমডাঙ্গা শহরে যাচ্ছিলেন শরিফুল। পথে আনন্দধান গ্রামে এলে বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শরিফুলের মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।