ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে আটক ১৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে আটক ১৯ অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে আটক ১৯। ছবি: বাংলানিউজ

পাবনা: পাবনার সুজানগরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি ট্রলারও জব্দ করা হয়েছে।

শনিবার (১৩ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বাংলানিউজকে জানান, পাবনা সদর উপজেলার শেষ সীমানা ও সুজানগর উপজেলার সীমান্তবর্তী এলাকা হাজার বিঘার চর নামক এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালি উত্তোলন করে আসছিলো। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে ১৯ জনকে আটক করা হয়।  

তিনি আরও জানান, যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।